মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর আত্রাইয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
গতকাল শুক্ররাব বিকেলে বন্যায় ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শণ করেন নওগাঁ জেলা প্রশাসন গোলাম মাওলা। এসময় ভাঙ্গা স্থান এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে পানি নেমে আশায় আত্রাই নদীর পানি বীপদ সীমার ১৩.৭৫ পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে নদীর বাঁধ ও রাস্তার ৪টি পয়েন্টে ভেঙ্গে মাঠে পানি প্রবেশ করায় ফসলের ক্ষতি ও মানুষ বান ভাসি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে খাবারের কষ্ট না পান সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ মেট্রিকটন জিআরের চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চালের মধ্যে ইতিমধ্যে ১৩ মেট্রিকটন চাল বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও মহিলা ভাইস মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজমুল হক নাদিম, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.