আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটা থেকে সিরাত সম্মেলন শুরু হবে। সিরাত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন শায়েখ প্রফেসর মোখতার আহমাদ এবং শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
এছাড়া জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন ও বাহাদুর শাহ পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।
আয়োজক শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিরাত সম্মেলন হতে যাচ্ছে। এখানে নারীদের জন্য আলাদা বসার স্থান করা হয়েছে। ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রথমবারের মতো সিরাত সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে। পূর্ববর্তী সরকারের ইসলামবিদ্বেষী মনোভাবের কারণে ক্যাম্পাসে সিরাত মাহফিলসহ উল্লেখযোগ্য কোনো ধরনের ইসলামি অনুষ্ঠানের আয়োজন হয়নি।'
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.