আকরামুজ্জামানের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা: .

মো.নজরুল ইসলাম হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
২ মার্চ, ২০২৪

শবে বরাত নিয়ে কটুক্তি করায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও রবিউল ইসলাম বোরহান নামে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন এর আদালতে মামলাটি দায়ের করেন বাহুবল উপজেলার বশিনা গ্রামের মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী।

বিজ্ঞ বিচারক মামলার শুনানী ও জবানবন্দী গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানান। আসামী আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার ইহইয়া-উস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং অপর আসামী রবিউল ইসলাম বোরহান সালাফি মানহাজ ইউটিউব চ্যানেল এর এডমিন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ জানান, ১নং আসামী আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার একটি মসজিদের খুতবায় বলেন “১৪ই শাবান (তথা শবে-বরাত) রাত্রীতে এভাবে মসজিদে ভীড় না করে যদি বেশ্যাখানায় রাত কাটায় তারপরও এর চেয়ে ভাল”। সে আরও বলে “শবে-বরাত নাকি জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চেয়েও খারাপ”। ১নং আসামীর এই বক্তব্য ২নং আসামী রবিউল ইসলাম বোরহান তার ইউটিউব চ্যানেলে প্রচার করে। তার এই বক্তব্যের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান পবিত্র শবে-বরাতকে চরমভাবে অবমানের মাধ্যমে বাদী ও বিশ্বের পীর মাশায়েখ, আলেম ওলামা ও সাধারণ মুসলমানগণের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে মারাত্মক ভাবে আঘাত করেছে যা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে মারাত্মক ভাবে রক্তক্ষরণ সৃষ্টি করে।

আসামীরা ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে এই অপরাধ করেছে। তাই তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *