বিপুল রায় – কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ছেলের কাছে পাওনা টাকার জেরে ভাইরাল ও চারণ কবি রাধাপদ রায়ের উপর মূল হামলাকারী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।আটককৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আজ বুধবার ৪ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম পৌর শহর শেখ রাসেল অডিটোরিয়াম একটি অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ, গত ৭ মাস আগের ছেলের কাছে পাওনা ৫০০ টাকা কেন্দ্র করে গত শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে দুই ভাই রফিকুল ও কদুর রহমানের সাথে রাধাপদ রায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাধাপদ রায়কে লাঠি দিয়ে মারধর করে তারা। আহতাবস্থায় প্রতিবেশি এবং পরিবারের সদস্যরা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় দুই ভাইকে আসামি করে কবির ছেলে যুগল রায় নাগেশ্বরী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে রফিকুল ও কদুর রহমান পলাতক থাকেন।
পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ভাইরাল হন স্বভাব কবি রাধাপদ রায়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,আমরা অনেক কষ্ট করে রাধাপদ রায়ের উপর হামলাকারি আসামীর মধ্যে রফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছি। অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।