মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টার, নওগাঁ।
গত ৫ জুলাই ২০২৩ ইং তারিখ নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে নিজ অফিস রুমে অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ ওরফে মিঠু ও এক শিক্ষিকার বিরুদ্ধে। অফিস রুমে একাধিকবার অন্তরঙ্গ হয়েছেন তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনা প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এমন অভিযোগের ভিত্তিতে গত ১ বছর যাবৎ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষা মন্ত্রনালয় ও রাজশাহী শিক্ষাবোর্ডকে দেওয়া হয় তদন্তভার।
তদন্ত শেষে নওগাঁর বদলগাছীর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষককে অবশেষে বরখাস্ত করেন শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রনালয়।
বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত সামীম আহমেদ ও সহকারী শিক্ষিকা মোসাঃ রিফাত আরার মাঝে অফিস রুমে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয়।যা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ০৬/০৭/২৩ ইং তারিখে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে চুড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য ২৫২ তম আপীল অরবিষ্ট্রেশন কমিটির সভায় উপস্থাপন করা হয়। ঐ কমিটি বিভিন্ন ভাবে তদন্ত ও আলাপ আলোচনান্তে বিষয় বস্তুু প্রমানিত হওয়ার কারণে তাদেরকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করলেন ঐ কমিটি।
বরখাস্তের চিঠি বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়ে তাদেরকে চূড়ান্ত বরখাস্ত করার ক্ষমতা প্রদান করেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে অভিযুক্ত ও বহিষ্কৃত দুই শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা তাদের মুঠোফোন গুলো রিসিভ করেন নাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
মাহবুব হাসান বলেন, গত ১ অক্টোবর আমার কার্যালয়ে বরখাস্তের চূড়ান্ত চিঠি হাতে পেয়েছি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.