অফলাইন ক্লাসের পূর্বে ছাত্রদের দাবি নিয়ে আলোচনা করতে চায় জবি প্রশাসন 

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অফলাইন ক্লাসের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি সমন্বয়ক দেয় সাথে আলোচনা করতে চায় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্তৃক জানানো হয় আগামী ১৮ আগস্ট থেকে অফলাইন ক্লাসে ফিরতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অফলাইন ক্লাস সম্পর্কে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,”দেশের উদ্ভূত এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম কিভাবে চালু রাখবেন তারা তা নিয়ে চিন্তিত।আজ বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম সিন্ডিকেট সভাতে ১৮ তারিখে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।তবে ১৮ তারিখের পৃর্বে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডীন,চেয়ারম্যান ও বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা এবং ছাত্রদের দাবি নিয়ে আলোচনা করবেন।”

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,” ছাত্র রাজনীতি বন্ধসহ সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে তারা আলোচনা করবেন।আলোচনা করার পূর্বে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান না।”

এছাড়াও আজ ৯৮ তম সিন্ডিকেট সভাতে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *