অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রংপুর সফর
স্টাফ রিপোর্টার
শনিবার (১০ আগস্ট) সকালে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুরে আসেন। এসময় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি প্রথমে পীরগঞ্জের বাংলাদেশ মেরিন একাডেমিতে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নেমে প্রথমে ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান এবং তার পরিবার-পরিজনের সাথে কথা বলেন। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, "বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছিলেন আর রংপুর পুরো বাংলাদেশকে মুক্ত করেছে।"
এর আগে সকালে তিনি পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবুনপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে এসময় প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ রংপুর বিভাগীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
এখানে উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।
আন্দোলন চলাকালীন গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড় সংলগ্ন এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন সমন্বয়ক আবু সাঈদ। পর দিন ১৭ই জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.