(হাটহাজারী প্রতিনিধি মুবিন)
হাটহাজারী সংসদীয় ৫ আসনের দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় জাতীয়পার্টি নাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আনিসুল ইসলাম মাহমুদ বার বার নির্বাচিত হলেও এবার ফাকা মাঠে গোল দেওয়ার কোন সুযোগ নেই। হাটহাজারীতে আওয়ামী লীগ এম এ সালাম কে প্রার্থী মনোনিত করলেও আবার জনপ্রিয় পদপ্রার্থী এম এ সালামকে আওয়ামী লীগের পক্ষে থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে মাঠ শূন্য থাকলেও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান চৌধুরী প্রতীক কেতলি নিয়ে হাটহাজারী জনপ্রিয়তা অনেক বেশি দেখা যাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগ পদপ্রার্থী না থাকায় আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য পক্ষে নিয়েছে বলে একাদিক সূত্রে থেকে জানা যায়। তাই বলা যায় এবার ফাঁকা মাঠে গোল দেওয়া এতো সহজ হবে না হাটহাজারী ৫ আসনের নাঙ্গল পদপ্রার্থী মোঃ আনিসুল ইসলাম মাহমুদ এর পক্ষে।তাছাড়া হাটহাজারী বাজার সহ বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ ও সভা- সমাবেশ করে নাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কেতলি মার্কা এছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থীদের তেমন কোন মিছিল ও সভা দেখা যায়নি। এবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে জনসাধারণ ও সমর্থকদের আশা।