সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের এসএমসি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১২ জন শ্রমিক অগ্নদগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের জনকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।৯ জনের অবস্হা গুরুত্বর।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের তেতুলতলা এলাকার শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএম করপোরেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে কুমিরা সীতাকুন্ডের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
এসএম করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তার
শওকত আজাদ আমাদের সময় কে জানিয়েছেন, গুরুতর দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন পিপিএম জানায়,দুপুর সাড়ে ১২ টায় দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ানকে জানিয়েছি,টহল পুলিশ ঘটনাস্হলে পাঠিযেছি। ১০/১২ জন আহত হযেছে, তাদের কে চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, বার্ন ইউনিটে ১২ জন ভর্তি আছে। তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. রফিক জানান, চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের (৭০), আহমদ উল্লাহর (৯০), কাশেমের (৩৫), সাগরের (২৫), আল আমিনের (৮০), মইনুলের( ৮০), হাবিবের( ৪০), বরকতের( ৫০), আনোয়ারের (২৫), রফিকের (১০) শতাংশ পুড়ে গেছে। এছাড়া রফিকুল ও সাইফুল নামের দুই জনের কানে সমস্যা তৈরি হয়েছে।