সীতাকুণ্ড টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার হিরোইন আটক

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম ভাটিয়ারীতে ম্যাজিষ্ট্রেট, বিজেবি,পুলিশ,মাদক নিযন্ত্রন অধিদপ্তর যৌথ উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে কোটি টাকা মূল্যের এক কেজি হিরোইন আটক করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।

বিজেবি চট্টগ্রাম অঞ্চল ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী প্রতিনিধি কে বলেন, বুধবার রাত ১০ টায় ঝিনাইদহের শৈলকুপা থেকে শ্যামলী এনআর (ঢাকা মোট্রো-ব-১৫-২০৭৯) বাসটি ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে,

এই বাসে মাদক বহন করে কেউ আনছে এমন গোপন সংবাদ পেয়ে বাসের অবস্হান খবর রাখা হয়,আমাদের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর নিয়ে একটি টিম আজ বৃহশপতিবার সকাল ১০ টায় ভাটিয়ারীতে এসময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, সীতাকুণ্ড এসি ল্যান্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম, পুলিশ সহ অবস্হান নিয়ে অপেক্ষা করছিল,মাদক বহন কৃত বাসটি ভাটিয়ারী পৌছলে মহাসড়ক ব্যারিকেট দিয়ে বাসটি থামানো হয়,এসময় প্রশিক্ষিত কুকুর টি সিটের নিচে ফেলে রাখা পাঁচটি নীল প্যাকেটে মোট এক কেজি হিরোইন উদ্ধার করে,উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি।

উল্লেখ্য,ইতিমধ্যে গত দুই মাসে দুই কেজি হিরোইন আটক করেছে এই টিমটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *