মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদের চারিদিকে ৫০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম এর ব্যক্তি উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম সূত্রে জানা গেছে, মডেল মসজিদের চারদিকে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবু সালেহ মোঃ ইমরান, সমাজসেবক আবু বকর সিদ্দিক , মডেল মসজিদের ইমাম মুফতি আবু সাঈদ প্রমুখ।
আরএমও রবিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তি উদ্যোগে মডেল মসজিদের চারদিকে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।