মাসুদ রানা সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে সরিষাবাড়ীতে খড়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে ফরিদ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানাউল্লার ছেলে। অপরদিকে একই গ্রামের মৃত মাহমুদ হাজীর ছেলে শাহ জামাল (৫৫) ও তার ছেলে সবুর(২৪) একই সময় বজ্রপাতে আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ীর পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেই তারা কাজ করতে থাকেন। এসময় বজ্রপাতে ফরিদ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতে আহত হয়ে ৪ জন রোগি আমাদের এখানে আসে। এর মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরণ করেন। বাকি তিনজনকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।