শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা:

মো.নজরুল ইসলাম,ক্যাম্পাসপ্রতিনিধি, (হবিগঞ্জ) মঙ্গলবার,১৪ফেব্রুয়ারি,২০২৪

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ণ অ্যাপ নৈপুণ্যে ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও প্রমোশনের কাজ দ্রুত শেষ করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে।
দেশের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

সহকারী পরিচালক এস এম জিয়াউল হক হেনরি স্বাক্ষরিত এক আদেশে বলা হয়,জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে মূল্যায়ণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে’ নৈপুণ্য ‘অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ণ এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে ২৫ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *