লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় গরু পাচারের চেষ্টায় আটক তিন

জেলা প্রতিনিধি (লালমনিরহাট)

 

 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে গরু পাচারের চেষ্টার সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

জানাগেছে, ২২ নভেম্বর (বুধবার) ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি পূর্ব আমঝোল সীমান্তের ৯০৭/১১ নম্বর পিলার এলাকায় গরু পাচারের জন্য প্রবেশ করে তিন বাংলাদেশি নাগরিক। এ সময় তাদেরকে আটক করে বনচৌকি বিজিবি ক্যাম্পের টহল দল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

 

আটককৃতরা হলেন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের নূরল আমিন (৩৫), একই উপজেলার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল এলাকার শফিকুল ইসলাম (৫০) ও নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের মোস্তফা (৩০)। তারা তিনজন এলাকার চিহ্নিত চোরাকারবারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *