পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে ব্যাটারিচালিত দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুহ ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিয়া খাতুন। তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। বর্তমানে তিনি রামেকে চিকিৎসারত আছেন।
আহত বাকি ৬ জন হলো বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন শিশু শিক্ষার্থী চোখে আঘাত পেয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া অটোরিকশাচালক আমিনুল (৫৮) মাথায় আঘাত পেয়েছেন। খবর পেয়ে রাবি ১ টহল পুলিশ অটোরিকশা দুটি কাজলা ফাঁড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছোট রিকশাটি উল্টে যায়। সেই রিকশার যাত্রীরা পড়ে আহত হলে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ঘটনার শোনার পরেই সেখানে যাই। তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। একজন ভেটেরিনারি সাইন্স বিভাগের শিক্ষার্থী। বাকিরা বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি একজনের দাঁত ভেঙে যাওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে। আমাদের একজন সহকারী প্রক্টর সার্বিক বিষয়টা দেখাশোনা করছে।