যৌথ অভিযান পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা

যৌথ অভিযান পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা

সুমিত সরকার উদয়,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নগরীর চরপাড়া এলাকায় এ অভিযানে পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ ঔষধ রিএজেন্ট ও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদত্তীর্ণ রিএজাল্ট পাওয়ায় ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার এবং পরীক্ষার ফি বেশি নেওয়া ও রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ তুবাউল জান্নাত লিমাত সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও সাংবাদিকসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *