যবিপ্রবির শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট এর দ্বায়িত্বে ড. নাজনীন

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি:

যবিপ্রবির শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার। আগামী ১ মে হতে তিনি দায়িত্ব পালন করবেন।

২৪ এপ্রিল যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল এর প্রভোস্ট ড. সেলিনা আক্তার ও সহকারী প্রভোস্ট ড. নাজনীন নাহার-কে ৩০/০৪/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ন হতে উক্ত হলের বর্ণিত দায়িত্বের মেয়াদ অবসান করে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার-কে ০১/০৫/২০১৪ খ্রি. তারিখ পূর্বাহ্ন হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শেখ হাসিনা ছাত্রী হলের ‘প্রভোস্ট’ এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নতুন প্রভোস্ট নিয়োগের সংবাদে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন পর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে এতে আমরা খুবই আনন্দিত। নতুন প্রভোস্ট শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল মনোরম পরিবেশ উপহার দিবে এমনটাই আশা শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *