সুমিত সরকার উদয়
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা’র চেরুমন্ডল এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩জন নিহত এবং ৩জন আহত।
২২/০১/২০২৪ তারিখের দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকায় ময়মনসিংহ হইতে টাঙ্গাইল গামী মহাসড়কের মুক্তাগাছা থানাধীন চেরুমন্ডল এলাকার নির্মানাধীন কালভার্টের ডাইভেশন রোডে টাঙ্গাইল-ট-০২-০৪৯২ নম্বরের মুক্তাগাছা হইতে মধুপুর অভিমুখি একটি ট্রাক বিপরীতমুখি ব্যাটারী চালিত একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই ১। হাসিনা(৪০), স্বামী- প্রবাসী মাওলানা নজরুল ইসলাম, ২। আদিবা(৩), পিতা- প্রবাসী নজরুল ইসলাম, মাতা- হাসিনা, উভয় সাং- বিনোদবাড়ী, ৬নং মানকোন ইউপি, ৩। মৃনাল চন্দ্র দাস(৬২), পিতা- স্বর্গীয় অশ্বিণী চন্দ্র দাস, মাতা- মায়া রানী দাস, সাং- ঘোরশাইল, ৮নং দাওগাঁও ইউপি, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ’গণ মৃত্যুবরণ করে এবং ০৩জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনায় কবলিত গাড়ী মুক্তাগাছা থানায় আটক আছে।
ঘটনার পরে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি ইউনিট ও রাকিবুল ইসলাম এর নেতৃত্বে স্হানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।
অফিসার ইনচার্য ফারুক আহমেদ নিত্যবেলাকে বলেন,আহত ৩জন হলো আব্দুল মজিত(৫৫) এবং আনোয়ার (৩০)কে স্হানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ঘরে পাঠানো হয় এবং অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) কে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কারও মৃত্যু সংবাদ জানা যায় নি। সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে শোকে মাতম বিরাজমান।