মোহনগঞ্জ তীব্র ঝড়ে ঘরবাড়ি ও বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত নৌকা ডুবে ১জন নিহত

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :

নেত্রকোণার মোহনগঞ্জে রবিবার দিবাগত গভীর রাতে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে অসংখ্য গাছপালাসহ বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কবলে ডিঙ্গাপোতা হাওরে নৌকা ডুবে ঘোড়াউত্রা গ্রামের মৃত সুরাজ তালুকদারের ছেলে জেলে দুলাল মিয়া (৬৮) নিখোঁজ হয়। পরে সোমবার বিকাল পৌঁনে ৫টায় তার লাশ ঘোড়াউত্রা খালে ভেসে উঠে। স্থানীয়রা জানান, রবিবার রাত আড়াইটার দিকে হঠাৎ তীব্র ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুই দফার ওই ঝড় প্রায় ২ঘণ্টা স্থায়ী ছিল। মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হাসান আলী জানান, ঝড়ে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমারসহ ৪১টি স্পটে বিদ্যুতের তার ছিড়ে যায় ও খুঁটি ভেঙ্গে যায়। তিনি জানান, প্রায় ১২ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। ঝড়ের সময় গাছ পড়ে মোহনগঞ্জ সমাজ-সহিলদেও সড়কে প্রায় ৫ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে অপসারণ করে সড়ক চলাচল স্বাভাবিক করে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ঘর-বাড়ি ক্ষয়ক্ষতি হয়। প্রবল বাতাসে উড়ে গেছে ঘরের চালা। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বিধ্বস্ত ঘর-বাড়ির ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে ইউনিয়ন পরিষদ কাজ করছে। তালিকা হাতে পেলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *