মাভাবিপ্রবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মো:রাসেল চৌধুরী

মাভাবিপ্রবি প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট ২০২৩ (শনিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ১৩ তলার সম্মেলন কক্ষে কবি নজরুল ইনিস্টিউটের সহযোগিতায় এ আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনিস্টিউটের সচিব (উপ-সচিব) মোঃ রায়হান কাওছার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল ইনিস্টিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর নির্মিতব্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের ডকুমেন্টারি ‘বঙ্গমাতা’ প্রদর্শিত হয়। এরপর শোকাবহ পরিবেশে হামদ, নাত ও ভক্তিমূলক গান পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *