মাধবপুরে বিলকিসের বাঁচার আকুতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরের মোছা. বিলকিস আক্তার (৩৫) নামে এক যুবতী দীর্ঘ ০৫ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনি প্রায় অকেজো। উন্নত চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা অসম্ভব।

বিলকিস আক্তার মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর গ্রামের মো. জমসো মিয়ার মেয়ে। ৩ ভাই ২ বোনের মধ্যে বিলকিস প্রথম। কিডনি রোগে আক্রান্ত বিলকিসের কোনো সন্তান নাই। ব্যয়বহুল চিকিৎসা চালানো
বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তার উন্নত চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে কয়েক লাখ টাকা।
কিডনি রোগে আক্রান্ত মোছা. বিলকিসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন তার পরিবারের সদস্যদের। বর্তমানে টাকার অভাবে বিলকিসের চিকিৎসা বন্ধ রয়েছে।
এর আগে তিনি স্কয়ার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা গ্রহণ করেছেন।

বর্তমানে বিলকিসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসা করাতে পারছেনা। নিজের কোন জমি নাই। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।বিলকিসের আব্বা মো. জমসো মিয়া চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাহায্য পাঠাতে: মোছা. বিলকিস আক্তারের মায়ের বিকাশ নাম্বার : ০১৩০৮৭৯৯৭৭৬,
মাধবপুর-হবিগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *