মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এলাকায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় ০৫ জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র গুলো হল-০১টি কাঠের বাটযুক্ত ছোরা,০২টি কাঠের বাটযুক্ত রামদা, একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ০৯নং নোয়াপড়া ইউপিস্থ ইটাখোলা হিন্দুপাড়া নাথআডি হতে নোয়াপাড়া বাজার যাওয়ার কাঁচা রাস্তায় খালি জায়গায় মোড়ের মধ্যে থেকে বৃহস্পতিবার ০৯ মে রাত্র ১১টা ৫০ মিনিটের সময় ডাকাতির প্রস্তুতির সময় ০৫ জন ডাকাত গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন
একই উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ আনছার আলী পুত্র মোঃ শাহীন মিয়া (২৬), নোয়াপাড়া ইউনিয়নের উভয় বেঙ্গাডোবা গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র মোঃ ইয়াছিন মিয়া (২২), বেঙ্গাডোবা গ্রামের কুতুব পাঠানে’র পুত্র শরীফ মিয়া (বাধন) (২০),গুমুটিয়া মধ্যপাড়া গ্রামের, বর্তমান বেঙ্গাডোবা গ্রামের ভাড়াটিয়া আবুল কাশেমের পুত্র সাইফুল ইসলাম (২৪), সে চুনারুঘাট উপজেলার ৪নং দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের,বর্তমান- ইটাখোলা গ্রামের ভাড়াটিয়া রফিকুল ইসলাম ওরুফে মহারাজ মিয়ার পুত্র মোঃ নোমান মিয়া (২৭),।
এ বিষয়ে মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।