মো:রাসেল চৌধুরী
মাভাবিপ্রবি প্রতিনিধি
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ।
২০১১সালের ৬ই ফেব্রুয়ারী ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ব্যবসায় প্রশাসন বিভাগে ৫০জন শিক্ষার্থীর ক্লাস শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষদ তার যাত্রা শুরু করে। ব্যবসায় প্রশাসন বিভাগের কারিকুলাম অনুযায়ী সর্বশেষ সেমিস্টারে গিয়ে এ বিভাগের শিক্ষার্থীদের ‘Accounting Information Systems (AIS)’ বা ‘Management Studies’ এ দু’টি বিষয়ের উপর ডিগ্রী প্রদান করা হয়।
২০১৯ সালে এ দু’টি বিষয় যথাক্রমে “হিসাববিজ্ঞান” এবং “ব্যবস্থাপনা” নামে দু’টি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্নপ্রকাশ করে। ব্যবসায় প্রশাসন বিভাগের ‘হিসাববিজ্ঞান’ ও ‘ফাইন্যান্স’ বিষয়ে ডিগ্রীধারী শিক্ষকবৃন্দ “হিসাববিজ্ঞান” বিভাগে এবং ‘ব্যবস্থাপনা’, ‘মানব সম্পদ ব্যবস্থাপনা’ ও ‘মার্কেটিং’ বিষয়ে ডিগ্রীধারী শিক্ষকবৃন্দ “ব্যবস্থাপনা” বিভাগে যোগদান করেন।
প্রতিষ্ঠালগ্নের পর এ অনুষদের শিক্ষার্থীবৃন্দের মধ্যে বর্তমানে ৮টি ব্যাচ তাদের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে চলেছে।
বিশ্বায়নের এ যুগে পারস্পরিক আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক সকল শিক্ষার্থীকে একীভূত করার প্রচেষ্টায় সাবেক শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে “এফবিএস অ্যালামনাই এসোসিয়েশন, মাভাবিপ্রবি” গঠন করা হয়েছে, যা সমগ্র বাংলাদেশ, বিশ্ববিদ্যালয়, অনুষদ ও অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের উন্নয়নে বদ্ধপরিকর।
গত ৫ই অক্টোবর, ২০২৪ইং তারিখে প্রতিষ্ঠিত “এফবিএস অ্যালামনাই এসোসিয়েশন, মাভাবিপ্রবি” এর জন্য আপনাদের সকলের শুভকামনা ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।
সকলের প্রতি রইলো ভ্রাতৃপ্রতীম শুভকামনা ও সম্ভাষণ।
FBS Alumni Association, MBSTU এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
আহবায়কবৃন্দ:
১. সায়মা হোসেন সেতু
২.মীর রুবেল
৩.মো.নাঈম হোসেন চৌধুরী