ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান:
ঝিনাইদহ জেলার হাট-বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল ৪৫ টাকা। আর এক মাস আগে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা। বাজারে পেঁয়াজের চাহিদা বেশি কিন্তু আমদানি কম। তাছাড়া এবার পেঁয়াজের চাষ কম হয়েছে। এ ছাড়া ভারতের এলসি বন্ধ থাকার কারনে পেঁয়াজের দাম বেড়েছে। তবে শুনেছি আবার এলসি খুলেছে, খুব শিগগিরই পেঁয়াজের দাম হয়ত কমে যাবে। অনেক পুঁজিবাদী পেঁয়াজ স্টোক করে রেখেছেন। যার কারণেও পেঁয়াজ দাম বেড়েছে।বর্তমানে পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।আর সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের চাহিদা বেশি কিন্তু আমদানি কম। তাছাড়া চলতি বছর পেঁয়াজের আবাদ একটু কম হয়েছে। এলসি বন্ধ থাকায় রোজার পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে।এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। শুক্রবার (নভেম্বর) গুড়দাহ বাজার, ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রকার ভেদে কেজি প্রতি পাইকারি ১২০ থেকে ১৪০ টাকা ও খুচরা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের হতাশা প্রসঙ্গে বলেন, চাষীদের উচিৎ পেঁয়াজ কিছুদিন সংরক্ষণ করা। পেঁয়াজ-রসুনের দাম কমের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।