মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া কাহালু উপজেলা ব্যাপক আগাম মরিচ চাষ হয়েছে মরিচ এর ফলন ও দাম দুইটাই ভালো থাকা আর সময় মত বাজার জাত কারাই কাহালু উপজেলা মরিচ চাষীরা অনেক টাই খুশি।
বতমানে বগুড়া জেলার সব উপজেলা মরিচ চাষ হলেও এবার আগাম মরিচ চাষ করে সফল্যর মুখ দেখছেন কাহালু উপজেলা মরিচ চাষীরা। মরিচ কাহালু উপজেলা নারহট. দেওগ্রাম. জামগ্রাম. ও বীরকেদার ইউনিয়ন ব্যাপক মরিচ চাষ হয়েছে।
বগুড়া কাহালু উপজেলা কয়েক টা ইউনিয়ন মরিচ চাষের মধ্যে অন্যতম বীরকেদার ইউনিয়ন এর নয় নম্বার ওয়াডে মালবাড়ী গ্রামামের প্রায় আড়াইশ একর জমিতে আগাম মরিচ চায় হয়েছে। স্থানীয় কৃষক আবুল কালাম আজাদ ও সম্রাট ইসলাম সাথে কথা বলে জানতে পারি তারা বলের যদি তেল. সার ও কীটনাশক দাম সরকার কমায় তাহলে সামনের বার পুরো উপজেলা কৃষক মরিচ চাষে আগ্রহ হবে।