ডাঃ মোঃ মমিন
স্টাফ রিপোর্টার
পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় স্বাস্থ কমপ্লেক্সে যেন রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে প্রতিদিন ঘরে প্রায় ১৫০ থেকে ২০০রোগী হচ্ছে যদিও এটা ৫০ বেটের হসপিটাল কিন্তু প্রতিনিয়ত ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি থাকে এখানে রোগীদের সেবার মান অত্যন্ত ভাল বিদায়। ডাক্তার ফেরদাউস ইসলাম স্যার RMO জানিয়েছেন এখানে প্রতিনিয়ত অনেক দূর দুরন্ত থেকে রোগী আসে আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করি যাতে করে কোন রোগই কষ্ট না পায়। আমাদের আশেপাশের উপজেলা থেকে আমাদের এখানে রোগী আসে। রোগীদের কাছ থেকে জানা গিয়েছে উক্ত হসপিটালের চিকিৎসার মান অত্যন্ত ভালো বিদায় আমরা দূর থেকে এখানে চিকিৎসা নিতে আসি। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মহোদয়
ডা:সরোয়ার হোসেন খান স্যার জানিয়েছেন এখানে রোগীর সংখ্যা একটু বেশি আমরা আমাদের চিকিৎসকদেরকে চিকিৎসার মান অক্ষুন্ন রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।আমাদের উক্ত হসপিটাল টি ১০০ ভেটের হতে যাচ্ছে আশা করি রোগীদের সেবার মান আরো বাড়াতে পারবো এটা একটি বৃহত্তম উপজেলা এবং আশেপাশে অন্যান্য উপজেলা থেকে আমাদের এখানে রোগী আসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সকলকে মানসম্মত সেবা দেওয়ার জন্য।