মঠবাড়িয়া উপজেলা স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মোঃ আসাদুজ্জাম

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি (এমপি) প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

৬ আগস্ট ‘২৩ রোববার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উপলক্ষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মজিবর রহমান প্রমূখ।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়া উপজেলায় ১ লাখ ৭১ হাজার ২০২ জন সুবিধা ভোগীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পর্যায় ক্রমে বিতরণ করা হবে। আজ ৬ আগস্ট ‘২৩ রোববার এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি (এমপি) বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র তারই একটা অংশ। স্মার্ট জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের প্রতিটি কাজে ব্যবহার হয়ে আসছে। এটা দলীলের মতো সংরক্ষণ রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *