ভারতের শীর্ষ ধনী আম্বানি

নিউজ ডেস্ক:

আদানিকে পেছনে ফেলে আবারও ভারতের শীর্ষ ধনী আম্বানি
এ বছরের ভারতের শীর্ষ ধনীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। তাদের তালিকায় ভারতের শীর্ষ ১০০ ধনীর মধ্যে প্রথমে আছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এতদিন শীর্ষ স্থানে ছিলেন দেশটির আলোচিত ধনী ব্যবসায়ী গৌতম আদানি।

মুকেশ আম্বানিরর অর্জিত সম্পদমূল্য ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি। এ বছর ৬৮ বিলিয়ন ডলার বা ৬ হাজার ৮০০ কোটি ডলার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মুকেশ আম্বানির শীর্ষ স্থান দখলের অন্যতম কারণ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ। গত আগস্ট মাসে তিন সন্তানকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে বিনা বেতনে নিয়োগ দিয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের জেরে গৌতম আদানির সম্পদমূল্য অনেকটা কমে গেছে। গত বছর অবকাঠামো খাতের টাইকুন গৌতম আদানি এ তালিকায় প্রথমবার মুকেশ আম্বানিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিলেন।

ফোর্বস ম্যাগাজিনের ২০২৩ সালের ভারতের শীর্ষ ধনীদের তালিকা

মুকেশ আম্বানি: ৯ হাজার ২০০ কোটি ডলার

গৌতম আদানি: ৬ হাজার ৮০০ কোটি ডলার

শিব নাদার: ২ হাজার ৯৩০ কোটি ডলার

সাবিত্রী জিন্দাল: ২ হাজার ৪০০ কোটি ডলার

রাধাকিষান দামানি: ২ হাজার ৩০০ কোটি ডলার

সাইরাস পুনাওয়ালা: ২ হাজার ৭০ কোটি ডলার

হিন্দুজা ফ্যামিলি: ২ হাজার কোটি ডলার

দিলীপ সাংভি: ১ হাজার ৯০০ কোটি ডলার

কুমার বিড়লা: ১ হাজার ৭৫০ কোটি ডলার

শাপুর মিস্ত্রি ও পরিবার: ১ হাজার ৬৯০ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *