বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি

৮/৯/২০২৩
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ কার্যালয় হতে র‍্যালী শুরু হয়, র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুরে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন।

বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার ৭৮.০৮ শতাংশ বাকি প্রায় ২৩ শতাংশ নিরক্ষরদের অক্ষরজ্ঞান দেয়ার দায়িত্ব আমাদের সকলের, তাহলেই স্বার্থকতা পাবে এই সাক্ষরতা দিবসের। এই সাক্ষরতা দিবস কে মনে ধারণ করে আগামীতে জেনো বাঘাইছড়ি উপজেলায় ১০০ ভাগ সাক্ষরতা গড়ে উঠে তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কে অবদান রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *