বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেকে চার শত হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মোঃ শামিম উদ্দিন (বাঘাইছড়ি) প্রতিনিধি

২৬/৯/২০২৪
সাজেকে চার শতাধিক হত দরিদ্র পরিবারের মাজে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাঘাইহাট এলাকায় হতদরিদ্র পরিবারের মাজে ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের সামনে ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ ও অন্যান্য স্থান হতে আসা হত দরিদ্র পরিবার এর মাজে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল এর নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার, এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ, এএমসি এবং ক্যাপ্টেন শাহ-নেওয়াজ, এএমসি।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সকল জনকল্যান কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। ভুক্তভোগী সাধারণ জনগণ বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য নানা অসুবিধা ভোগ করতে হয়, তাই সেনাবাহিনীর ডাক্তার ছাড়া আমাদের বিকল্প কোন উপায় নেই।

এই সময় বাঘাইহাট জোন কমান্ডার বলেন এই এলাকাতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনা মূল্যে ওষুধ বিতরনের আয়োজন করেছি, সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন। এই এলাকার হতদরিদ্র লোকজনের পাশে দাঁড়াতে পেরে সেনাবাহিনী অত্যন্ত আনন্দিত এবং স্বস্তিবোধ করছে ভবিষ্যতে এরকম চিকিৎসা সেবায় যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাহযোগিতা করতে পারি সে জন্য আল্লাহ আমাদের সকলের সহায়ক হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *