মোঃ শামিম উদ্দিন (বাঘাইছড়ি)
প্রতিনিধি
২৩/৮/২০২৪
টানা বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকার ন্যায় প্লাবিত বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। নিরাপদ আশ্রয়ের খোজে ঘর বাড়ি ছেড়ে ৫৫ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা।
বন্যাদূর্গত মানুষের মাঝে খাবার বিতরণকালে জামায়াতে ইসলামীর উপজেলা শাখাার আমীর মাওলানা কবির আহমেদ জানান, জামায়াতে ইসলামী সব দূর্যোগেই জন সাধারণের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাদূর্গত এলাকা সমূহে জামায়াতের দায়িত্বশীলরা কাজ করে যাচ্ছে। এই সময় সমাজের বৃত্তবানদের বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘাইছড়ি উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহমেদ,আরো উপস্থিত ছিলেন সেক্রেটারী মোঃ আবছার হোসেন,সহ মোঃ সুলতান আহমদ, মোঃ আবুল হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ ইয়াছিন,মোঃমানিক,মোঃ মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।