মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি প্রতিনিধি:
১৮/১০/২০২৩
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ মাদক ছেড়ে মাঠে চল,
এই স্লোগান কে সামনে রেখে বাঘাইছড়ি ক্রীড়া সংস্থার আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জনাব রুমানা আক্তার সভাপতিত্বে বেলুন আর পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, জনাব প্রিয়নন্দ চাকমা, প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন বাঘাইছড়ির মানুষ ফুটবল প্রিয়। বর্তমান সময়ে শরিল ফিট রাখার জন্য মন ভালো রাখার জন্য ফুটবল খেলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যামে যুব সমাজ খারাব কাজ থেকে বিরত থাকে।খেলাধুলা মানুষের মনে প্রফুল্লতারও বিকাশ ঘটায়। তাই ফুটবল খেলা মানুষ কে সুস্থ ভাবে জীবন ধারণ করার জন্য অনেক ভুমিকা রাখে।
অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার, ২৭ বিজিবি,( মারিশ্যা জোন) মেজর মোঃ জাকির হোসেন, এমএস ইঞ্জিনিয়ার্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ আনসার ব্যাটলিয়নের পরিচালক, জনাব মোঃ আসাদুজ্জামান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র , জনাব জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, জনাব মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, জনাব সাগরিকা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার, উপজেলা ইনচার্জ, জনাব মোঃ ইশতিয়াক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি, জনাব দীলিপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ
টুর্নামেন্ট এ উপজেলার মোট ২৬ টি টিম অংশগ্রহণ করে। আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বটতলী স্পোটিং ক্লাব বনাম মুসলিম ব্লক জাগরনী ক্লাব বি।