বাগেরহাটে সম- নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটে এডাব বাগেরহাট জেলা শাখার আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে  যদুনাথ স্কুল এন্ড কলেজে মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর বাগেরহাট জেলা শাখার সভাপতি ও যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস। এসব অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার  রবিউল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেলা পারভিন,  যদুনাথ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক তুষার কান্তি দাস,জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সম্পাদীকা নার্গিস আক্তার ইভা, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মনজুরুল হাসান মিলন , জোয়ার বাংলাদেশ এর নির্বাহী পুিরচালক আঃ সালাম,  প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সম অধিকার সম্পর্কে বেশি বেশি সচেতন হতে হবে। সরকারি পর্যায়ে থেকে জনগণের অধিকারের জন্য সচেতনতামূলক প্রচারণাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। তবে জনগণের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদেরকে বেশি বেশি সচেতনতামূলক কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *