বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষকের আমন ধানের জমি এখন পানিতে ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক।পর পর অতি বৃষ্টি ও বন্যার কারনে জেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন উপজেলার মধ্যে নাগেশ্বরীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।বিশেষ করে উপজেলা দুধকুমার নদীর তীরের বিভিন্ন অঞ্চলে কৃষকের আমন ধানের জমি সহ বাড়ি ঘর পানিতে তলিয়ে গেলে এলাকার মানুষের জীবন মানের মারাত্মক ক্ষতি হয়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে বামনডাংগা, কালিগঞ্জ, নুনখাওয়া,নারায়ণপুর, কেদার,বল্লভেরখাস,হাসনাবাদ, নেওয়াশী ও নাগেশ্বরী পৌরসভার অনেক অঞ্চল প্লাবিত হয়।
তবে অতি বৃষ্টির কারনে সবজি ফসলের ক্ষতি হয়, যার ফলে বাজারে এখন অনেক উচ্চ মূল্যে কিনতে হচ্ছে সবজি সহ অন্যান্য ভোগ্যপণ্য।
এলাকার বিভিন্ন অঞ্চলে কৃষকের সাথে কথা বলে যেমনটা জানা যায়, পানি কমতে যথেষ্ট সময় লাগবে আর পরবর্তী সময়ে নতুন করে আমন ধানের চারা রোপণ করার সময় থাকবে না। তাই আগামী মৌসুম পর্যন্ত পরিবারের খাদ্য ঘাটতির সম্ভবনা রয়েছে।এ ছাড়া আমাদের আয়ের উৎস ফসলী জমিতে ধান উৎপাদন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য সুত্রে জানা যায়, উপজেলার আমন মৌসুমের ধান উৎপাদনের লক্ষ্যে মাত্রা অতি বৃষ্টি ও বন্যার কারনে ব্যহতঘটার আশঙ্কা রয়েছে।