বদলগাছিতে চোর আটক, তথ্য সংগ্রহ কালে সাংবাদিকদের বাঁধা ও লাঞ্ছিতের অভিযোগ

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোরকে আটক করে মারপিটের ঘটনার তথ্য সংগ্রহের সময় স্থানীয় সাংবাদিককে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনা ঘটেছে।

জানা যায়, ৪ ঠা ডিসেম্বর সোমবার দুপুর আনুমানিক ১.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টারে তালা ভেঙ্গে চুরির সময় হাতেনাতে ধরে ফেলে ঐ কোয়ার্টারে বসবাসকারী।এ সময় নার্স মোসা. জরিনা খাতুন ও তাঁর স্বামী মিজানুর রহমান খবর পেয়ে ছুটে আসে এবং পিটাইতে থাকে চোরকে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সাংবাদিকগণ তথ্য সংগ্রহে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং তথ্য সংগ্রহে বাধা প্রদান করে।

ঘটনার স্বীকার দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মোস্তাকিম হোসেন জানান, চোরকে মারপিটের ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে নার্স জরিনা খাতুন ও তার স্বামী মিজানুর রহমান বাধা প্রদান করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিকরা প্রতিনিয়তই তথ্য সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ভাবে লাঞ্চিত হচ্ছে। সাংবাদিকদের এমন হেনেস্তার শেষ কোথায়? আমি এমন ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনি সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছী উপজেলা শাখার সভাপতি ও এশিয়ান টিভি বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক বুলবুল আহমেদ বুলু জানান, চোরকে মারপিটের ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে নার্স জরিনা খাতুন ও তার স্বামী মিজানুর রহমান বাধা প্রদান করে এবং আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমার সাথে থাকা এশিয়ান টিভির (মাইক্রোফোন) বোম ভেঙে ফেলে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিচালক ডাঃ কানিজ ফারহানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি অবগত হয়েছি তবে যিনি এ ঘটনা ঘটিয়েছেন তিনি আমার দপ্তরের কেউ নয়।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, বদলগাছী হাসপাতালের নার্স কোয়ার্টার হতে একজন চোর আটক করে থানা হাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *