মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ফিচার লেখক সমুদ্র হক ( এ এস এম খবিরুল হক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুল আলম নয়ন বলেন, ‘সমুদ্র হকের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আজ সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সমুদ্র হক ১৯৫২ সালের ২৩ অক্টোবর শহরের সূত্রাপুর এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। সারা দেশে জনপ্রিয় ফিচার লেখক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। এর আগে তিনি দৈনিক উত্তরবার্তায় কাজ করেছেন তিনি। ব্যক্তি জীবনে সমুদ্র হক দুই কন্যা সন্তানের বাবা ছিলেন।
সাংবাদিক সমুদ্র হকের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
বাদ মাগরিব শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মার্কাস মসজিদে জানাজা শেষে তাকে ভাই পাগলার মাজার গোরস্থানে দাফন করা হয়।