প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি মোহনগঞ্জের তিন প্রকল্প উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন
মোহনগঞ্জের তিন প্রকল্প

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি মোহনগঞ্জের তিন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল- মোহনগঞ্জ পৌর শিশু পার্ক, আদর্শনগর পর্যটন কেন্দ্র এবং উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল। এ উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহনগঞ্জ পৌর শিশু পার্ক নির্মাণে ২১ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৬শ ৩০ টাকা, আদর্শনগর পর্যটন কেন্দ্র নির্মাণে ৯ কোটি ৬৯ লক্ষ টাকা এবং উপজেলা পরিষদ ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুম নির্মাণে ৬ কোটি ৫২ লক্ষ ৮৭ হাজার ৮শ ৭৩ টাকা ব্যয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *