পলাশবাড়ীর পল্লীতে সন্ত্রাসী কায়দায় কলার গাছ কর্তন ও পান বরজের ক্ষতিসাধনের অভিযোগ

পলাশবাড়ীর পল্লীতে সন্ত্রাসী কায়দায় কলার গাছ কর্তন ও পান বরজের ক্ষতিসাধনের অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধি:মোঃ রাসেল মাহামুদ,

পলাশবাড়ীর পল্লীতে কবলা খরিদা ভোগ দখলীয় জমি মিথ্যা মালিকানা দাবী করে জমিতে থাকা ৫ শতাধিক কলার গাছ কর্তন ও পান বরজের ক্ষতিসাধন করার অভিযোগে পলাশবাড়ী থানায় অভিযোগ দাখিল হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারী সকালে হোসেনপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে।

জানা গেছে, উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের রফিকুল ইসলামের পিতা আছের মামুদ এবং রফিকুল ইসলামের ভাই শাহ আলম বাবলু দেবীপুর গ্রামের জনৈক পানসু শেখ ও তার জ্ঞাতির নিকট থেকে ৪ একর ২৬ শতক জমি কবলা খরিদ করে ৫০/৬০ বছর যাবৎ ভোগদখল করে আসছিল। এরই ধারাবাহিকতায় নালিশী জমি বিবাদী আইয়ুব আলী, আঃ কদ্দুছ ও কোরবান আলী গংরা ওই জমিতে অংশ পাবে দাবী করে ঘটনার তারিখে সন্ত্রাসী হামলা করে কলার গাছ কর্তন এবং পান বরজের ক্ষতিসাধন করে। এতে মামলার বাদী রফিকুল ইসলাম গংদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। এসময় তারা সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করলে ভয়ভীতিতে বাদীপক্ষ ঘটনাস্থলে যেতে সাহস পায়নি। সেই সুযোগে বিবাদীরা বাদীপক্ষের পান বরজের প্রায় ৫০ হাজার টাকার পান ছিরিয়া বিবাদী আইয়ুব আলীর বাড়ীতে নিয়ে যায়।

পরবর্তীতে স্বাক্ষীগণসহ বাদী ঘটনাস্থলে গেলে বিবাদীরা খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উপায়ান্তর না পেয়ে বাদী রফিকুল ইসলাম সম্প্রতি পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদীগণকে উপযুক্ত প্রমাণসহ থানায় হাজির হওয়ার কথা বললে বিবাদীরা থানায় হাজির হয়নি। তাই এব্যাপারে পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে বাদীপক্ষ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *