আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) সাধারণ নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান করেছে জবি প্রশাসন।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দপ্তরের পরিচালক তানভীর হাসান এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় “দেশে চলমান সংহিসতা এবং আইন-শৃঙ্খলা বিনষ্ট কর্মকাণ্ডে লিপ্ত বিভিন্ন ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ধরণের ব্যবস্থা প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় এজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছে জবি প্রশাসন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় “জবির নিরপরাধ শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসে যোগাযোগ করতে এবং জবি প্রশাসন তাকে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।”