নালিতাবাড়ীতে ৬৯ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার।

মিলন হোসেন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে থানা-পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদসহ মো. রুবেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার‌ করা হয়েছে। ১৫ অক্টোবর রোববার সকাল ৮ঃ৩০ মিনিটে উপজেলার নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মাদককারবারী রুবেল উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই(নিরস্ত্র) মো. আবু রায়হান,এএসআই মো. সোহরাব হোসেন ও এএসআই মো. বকুল মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকার মোমেনা মার্কেটের সামনে অভিযান চালায়।
ওই সময় মোমেনা মার্কেটে সালামের চায়ের দোকানের সামনে থেকে ৪৫ বোতল এমসি ডোয়েলস ও ২৪ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের বরাত দিয়ে জানানো হয়, আস্থা ও নির্ভরতা পুলিশের সঙ্গেই থাকুন। তথ্য দিন,সেবা নিন। তথ্য দাতার পরিচয় সম্পূর্ন গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *