বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ১৯৪ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বছর উপজেলা পর্যায়ে নীলুর খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব সৈয়দ আলী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।বিদ্যালয়টি ১৯২৩সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে চলছে। অএ প্রতিষ্ঠানে ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন জনাব মোঃ সৈয়দ আলী। প্রতিষ্ঠানে মোট শিক্ষক সংখ্যা ৮ জন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২১৮জনমোট শিক্ষার্থী। ২০২২ সালে শতকরা ২০% হারে বৃত্তি পরীক্ষায় দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করে দুইজন বৃত্তি পায়। প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলে তিনি জানান প্রতিমাসে হোম ভিজিট ও অভিভাবক সমাবেশসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের সন্তুষ্ট হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ লুৎফুর রহমান ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনাব আবু রায়হান আমাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।সচেতন এলাকাবাসী ও অভিভাবক সূত্রে জানা যায় অএ প্রতিষ্ঠানের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সহিত পাঠদান চালু রেখে সবার নজর কেড়ে নিয়েছেন।