নাগেশ্বরীতে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত।

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ১০ দিন মেয়াদী গ্রামভিক্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ারপত্র, দৈনিক ভাতা১৫০ টাকা হিসেবে মোট ১৫০০ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কম্যান্ডাট মোঃ নাহিদ হাসান জনি, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোশারফ হোসেন, নাগেশ্বরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজেন সরকার, উপজেলা প্রশিক্ষক বিপ্লব কুমার পাল, সন্তোষপুর ইউনিয়ন ভিডিপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মিয়া,সহ অনন্যরা।

এসময় জেলা কম্যান্ডাট মোঃ নাহিদ হাসান জনি প্রশিক্ষণার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি বলেন জাতীয় দূর্যোগে ও দেশের স্বার্থে সেবামূলক কার্যক্রমে সঠিক ভূমিকা পালন করতে হবে, পুজার ডিউটি ও নির্বাচনে নিজের দায়িত্ব টা সঠিকভাবে পালন করবেন, এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে আপনারা নিজের আত্মকর্মসংস্থান পথ সৃষ্টি করতে পারবেন দক্ষ জনশক্তিতে পুরান্তরিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *