কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের দুই নং ওয়ার্ড পশ্চিম নেওয়াশী/যুগীটারী গ্ৰামে রুবেল সিদ্দিকীর বাড়িতে
এই হামলার ঘটনা ঘটে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার ।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়রুবেল সিদ্দিকী (৩৬) ও তার স্ত্রী আলপনা বেগমের (২৮) নামেতার প্রতিবেশী চাচিমোছাঃ ঝর্না বেগম (৬৫)তার ফুফু মোছাঃ জয়গুন বেওয়ার কাছে মিথ্যা বদনাম করে সে সময় রুবেলের বড় বোন মোছাঃ ফাহিমা বেগম উপস্থিত হলে সব কথা শুনে সে তার ভাই ও ভাই বৌকে কে অবহিত করে ।
সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আলপনা বেগম ধান মাড়াই কাজ করছিলেন নিজ আঙ্গিনায় চাচী মোছাঃ ঝর্না বেগম কে সামনে পেয়ে তাকে বলেন চাচী আম্মা আপনি যে আমাদের নামে বদনাম করে আসছেন তার প্রমাণ দেন যদি সত্য কথা বলে থাকেন তাহলে মসজিদে গিয়ে কোরআন শরীফের উপর হাতে নিয়ে বলেন। এক পর্যায়ে চাচি ঝর্না বেগম বলেন সত্য কথা বলছি কোরআন শরীফ নিয়ে মসজিদে বলবো নাএবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং চুলের মুঠি ধরে আলপনা বেগমের গায়ের কাপড় ছিঁড়ে ফেলে সেই সাথে ধান মাড়াই কাজে ব্যবরিত ঝাড়ু হাতে নিয়ে আলপনা বেগম কে আঘাত করে
এমতাবস্থায় আলপনা বেগম ঝাড়ু হাত দিয়ে ধরে ফেলে,এ সময় রুবেল তার ছেলে শারাফাত (১৪মাস) কে কোলে নিয়ে উভয় কে ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় চাচী ঝর্না বেগম রুবেলের মাথায় আঘাত করে
এ অবস্থায় আলপনা বেগম ঝাড়ু ছিনিয়ে নিয়ে চাচি ঝর্না বেগম কে আঘাত করতে গেলে রুবেল তা প্রতিহত করে।
রুবেল সিদ্দিকী সাংবাদিকদের জানান পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা করেছে। কিছু দিন আগে উত্তর পন্তাবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় এমপির দেয়া অনুদানের টাকা উত্তোলন করে আত্মসাতের পাঁয়তারা করছিলো আবু জাফর সিদ্দিকী মাদ্রাসা কর্তৃপক্ষ এমপির সাথে যোগাযোগ করে সত্য ঘটনা জানতে পেরে এমপির সাথে যোগাযোগ করে এবং এমপির হস্থক্ষেপে টাকাটা আংশিক উদ্ধার হয় ।মাদ্রাসা কর্তৃপক্ষ কে এমপির নাম্বার দেয়ায় ক্ষিপ্ত।আবুল বাশার সিদ্দিকী
মসজিদের কাজের কথা বলে পশ্চিম নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার হেলে পড়া গাছ কর্তন করে গাগলা বাজার জয়নালের ছ মিলে নিয়ে যায় মোঃ আলেপ উদ্দিনের ঘোড়া গাড়ি দিয়ে
আর তা মসজিদ কমিটির অজান্তে আমি মসজিদ কমিটিকে জানাই তাদের কাছে অস্বিকার করে, পড়ে ফরেষ্ট কর্মকর্তা শাহিন ভাই কে অবহিত করলে সে গাছ নিয়ে যায়।আহসান হাবীব সিদ্দিকী
নাগেশ্বরী জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান পরিচয়ে নারায়ন পুর চরান্চলের মানুষের কাছে পল্লী বিদ্যুৎ এর কাজের কথা বলে
৯ লক্ষ পাঁচ হাজার টাকা আত্মসাত করে ।যার কিছুই জানি না
আমার উপর সন্দেহের তীর ছুড়ে পরিকল্পিত ভাবে আমার বাড়িতে এসে আমার (১৪মাস) বয়সী ছেলে কোলে থাকা অবস্থায় আমার উপর সন্ত্রাসী হামলা চালায়।