ঝালকাঠিতে ৫০ হাজার মিটার জাল ও ৫৩ কেজি ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার:

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা। এসময় ৫০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫৩ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *