ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার
উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্য বিষয়ে ঝালকাঠিতে ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় ঝালকাঠি পৌরসভা চত্ত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ জেলা সভাপতি প্রকৌশলী আবু হানিফ, সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলীপ হালদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমদ্দার, সহসভাপতি ও এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী অনুপ সরকার, যুগ্ম সম্পাদক প্রকৌশলী কাজী মহসিন রেজা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক উপসহকারী প্রকৌশলী সমরজিৎ সমদ্দারসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন উদ্বোধক ও নেতৃবৃন্দ।