জিরোপয়েন্ট ব্লক করে কোটা পুনর্বহালের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের আন্দোলন

আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি:
সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর প্রতিবাদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চলমান কোটা বিরোধী আন্দোলনে আজকের কর্মসূচিতে যোগ হয়েছে নতুন মাত্রা। আজকে বেলা ২.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঠাল চত্ত্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়,কবি নজরুল সরকারী কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিলিত ভাবে কোটার বিরুদ্ধে প্রতিরোধ মিছিল বের করে। উক্ত মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাতী বাজার মোড় হয়ে গুলিস্থান জিরো পয়েন্টে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী অংশগ্রহন করে। শিক্ষার্থীরা গুলিস্থান এর জিরো পয়েন্ট ব্লক করে তাদের অধিকার আদায়ের কথা বলতে থাকেন৷ এসময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় গুলিস্থান সহ আশেপাশের এলাকার।
শিক্ষার্থীদের রাস্তা অবরোধের সময় পুরো পুরান ঢাকা অচল হয়ে পড়ে।মিছিলে মিছিলে মুখরিত জিরো পয়েন্ট এসময় শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘মেধাবীরা আসছে, রাজপথ কাঁপছে’, ‘মুক্তি চাই-মুক্তি চাই, কোটা থেকে মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *