কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

০৯-০৭-২০২৪

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো

রাজশাহীতে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা
কোটা পদ্ধতির সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ মিছিল করে।

এসময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, গর্জে উঠো আরেকবার’, সারা বাংলায় খবর দে… কোটা প্রথার কবর ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে ছড়িয়ে পড়া এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী দিল সেতারা সেবা বলেন, আমারা কোটা প্রথার সংস্কার চাই। যাতে মেধাবীরা সুযোগ পায়। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে।

রাজশাহী কলেজ আন্দোলনের সমন্বয়কারী গণিত বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে আন্দোলন চালানো হবে। আগামীকালও সকাল থেকে আবারও এ আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *