কোটালীপাড়ায় বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ইস্রাফিল খান, গোপালগঞ্জ(জেলা) প্রতিনিধি:
চাকরি থেকে অবসরজনিত কারণে গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জয়দেব চন্দ্র বালাকে আবেগ ও শ্রদ্ধায় বিদায়, নবাগত অধ্যক্ষ অসীম কুমার বাড়ৈকে বরণ করে ফুলেল শুভেচছা জানালেন রামশীল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কলেজের তাঁর সহকর্মীরা। এসময় দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিদায়ী অধ্যক্ষ। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথি ও শিক্ষকদের চোখেও পানি চলে আসে।
সোমবার (১ জুলাই) রামশীল কলেজের শেখ হাসিনা ছাত্রাবাসের সন্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামসুল আরেফীন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন রামশীল কলেজ ছাত্রলীগ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক অংকন তালুকদারসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ, প্রভাষকবৃন্দ, কলেজের দাতা সদস্যবৃন্দ, অভিভাবকগণসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।