ইবি প্রতিনিধি:
সকল নিবন্ধিত সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়াসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম “ঐক্যমঞ্চ”। রবিবার (৮অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনগুলোর নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ঐক্যমঞ্চের সভাপতি ইয়াশিরুল কবির সৌরভসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তাদের অন্য দাবিগুলো হলো ঐক্যমঞ্চের জন্য একটি অফিস কক্ষ ও একটি সভা কক্ষ বরাদ্দ দিতে হবে এবং আসবাবপত্র প্রদান করতে হবে, অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম এর সমস্যা সমাধান এবং মাল্টিমিডিয়া ব্যবস্থা করতে হবে, ক্যাফেটেরিয়া চালুসহ এ সংক্রান্ত অন্য সমস্যা সমাধান করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বাজেটে সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করতে হবে।
এছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানের হয়রানি বন্ধ করতে হবে, টিএসসিসির ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ও ব্যবহার উপযোগী করতে হবে, টিএসসিসিতে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অডিটোরিয়াম ও টিএসসিসির কক্ষ ভাড়া ছাড় দিতে হবে, ক্যাম্পাস বন্ধের দিনেও টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি দিতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, সংগঠনগুলোর নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় তাদেরকে বাইরে উন্মুক্ত পরিবেশে সাংগঠনিক কার্যক্রম চালাতে হচ্ছে। ফলে কর্মশালাসহ নিয়মিত কর্মসূচি পালনে দূর্ভোগ পোহাতে হচ্ছে। কার্যক্রম পরিচালনার জন্য অনুকূল পরিবেশ না পাওয়ায় সংগঠনগুলো তাদের গতিশীলতা হারাচ্ছে। সংগঠনগুলোর পক্ষে দীর্ঘদিন থেকে টিএসসিসিতে কক্ষ বরাদ্দের দাবি থাকলেও সেটির ব্যাপারে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্মারকলিপিতে আরও বলা হয়, সংগঠনগুলো তাদের একাডেমিক দিনের পাশাপাশি সদস্যদের একটু বেশি সময় দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস বন্ধের দিন টিএসসিসির নির্দিষ্ট একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবহার করে থাকে। কিন্তু নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বর্তমানে বন্ধের দিনে টিএসসিসিতে কোনো রকম প্রোগ্রাম করার অনুমতি মিলছে না।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। আমরা সকল সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষে দাবিগুলো সমাধানের চেষ্টা করবো।