মো.নজরুল ইসলাম
ক্যাম্পাস প্রতিনিধি,হবিগঞ্জ।
ওপেন স্কুল পরিচালিত এস এস সি প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও বই বিতরণ অনুষ্ঠান আজ ১৮ আগস্ট রোজ শুক্রবার সকাল ১১.০০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় টিসিতে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জের উপ আঞ্চলিক সহকারী কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমান,
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় টিসির সম্মানিত সমন্বয়কারী মো.আবদুল কাইয়ুম,
শিক্ষক জি এম মহি উদ্দিন,
এবং সহকারী শিক্ষক মো.নজরুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কুরআন তেলাওয়াত করেন ১ম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোমসাদ নাজিফ এবং গীতা পাঠ করেন আকাশ দাশ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় টিসির সম্মানিত সমন্বয়কারী মো.আবদুল কাইয়ুম এবং উপ আঞ্চলিক সহকারী কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবকসহ, শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় টিসিতে আগামী বছরের ভর্তির কার্যক্রম চলমান। আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির পরামর্শের জন্য ০১৭১৪৪৫৬৬৪৭,০১৭২৮৪৭৫৫৪৪,০১৭৬৬৫৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।